কিছু পছন্দের ছবি
Md Sohel Rana
বারান্দায় দাঁড়িয়ে দেখি রঙিন শহর
রাতের আকাশ,
আর এক কাপ কফি তখন সঙ্গী আমার,
অলীক স্বপ্ন দেখি,
একদিন তুমিও থাকবে আমার পাশে
আজ যেমন স্মৃতি হয়ে আছো
ভালোবাসার শহরে,
রঙধনু খেলা করে,
কফির ধোঁয়ার সাথে উড়ে বেড়ায় ইচ্ছে গুলো,
জানালার পাশে দাঁড়িয়ে
আকাশের পানে তাকিয়ে আমার কথা কি ভাবছো?
কেনো এমনটা কল্পনা করি আমি
নিজের অজান্তেই,
তাঁরার মাঝে খুঁজি তোমায়,
কফির পেয়ালা শেষ হয়ে যায়,
তোমাকে নিয়ে ভাবোনা ফুরায় না।
225 জন ভোট দিয়েছেন
জোয়াইরিয়া আশরাফ খান
কফি আমার প্রতিদিনের সঙ্গী। এক কাপ কফি দিয়ে আমার দিনের শুরুটা হয়। সঙ্গী আমার ছোটবোন। যখনই কফি বানাই, ও এসে বলবে, "আমার জন্য ও বানাবা কিন্তু।" কফি খেতে আমি ও আমার ছোটবোন খুব পছন্দ করি। সেদিন কোন কারনে ওর মন খারাপ ছিলো, তাই ওর মন ভালো করতে একটা কফিশপে নিয়ে গেলাম। দুজন মিলে কফি খেলাম, গল্প করলাম। দেখলাম, ও খুব হাসি-খুশি। বললাম, "এখন মন ভালো হয়েছে, তোমার?" জবাবে বলে, "আমার হাসি দেখে বোঝো না?" ওর কথা শুনে আমিও হেসে দিলাম!??
62 জন ভোট দিয়েছেন
নিয়মাবলি
কফির সাথে তৈরি হওয়া আপনার সুন্দর মুহুর্তগুলোর ছবি মাইক্রোসাইট টিতে আপলোড করুন এবং গল্প শেয়ার করুন। সাবমিশনটি ফেসবুকে শেয়ার করে বন্ধুদের কাছ থেকে ভোট সংগ্রহ করুন। ভোটিং এর মাধ্যমে তৈরি লিডারবোর্ডে থেকে হয়ে যান বিজয়ী!
ক্যাম্পেইনটি সকলের অংশগ্রহণের জন্য উন্মুক্ত।
ক্যাম্পেইনটি চলবে ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর ২০২৩ পর্যন্ত।
বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ গিফট ভাউচার।
সাবমিশন গুলো থেকে সেরা ২০ জন অংশগ্রহণকারীকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
সাবমিট করা ছবি এবং গল্প ফেসবুকে শেয়ার করার পর প্রাপ্ত ভোটের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। তাই বেশি বেশি শেয়ার করুন এবং বন্ধুদের ভোট সংগ্রহ করুন।
বিজয়ী হওয়ার জন্য ভোট সংগ্রহ করতে ফেসবুক প্রোফাইলে আপনার লেখাটি শেয়ার করা বাধ্যতামূলক। এছাড়াও কফি নিয়ে আপনার গল্পটি জানাতে এবং অন্যদেরকেও অংশগ্রহণ করতে উৎসাহিত করতে লেখাটি ফেসবুকে শেয়ার করুন।
হ্যাঁ, একজন চাইলে একাধিকবার অংশগ্রহন করতে পারবেন।