এক কাপ কফি সামনে রেখে বলা হয়ে যায় কত গল্প! প্রিয় কফি তে চুমুক দিতে দিতে তৈরি হয়ে যায় কতশত সুন্দর মুহুর্ত! আর সাথে প্রিয়জন বা বন্ধু থাকলে তো কথাই নেই! “বিশ্ব কফি দিবসে” কফির সাথে তৈরি হওয়া সুন্দর এ মুহুর্ত গুলোকে উদযাপনের লক্ষ্যে দ্য ডেইলি স্টার এবং ভিটাকেয়ার এর যৌথ আয়োজন “Snap & Sip”। কফি নিয়ে তোলা আপনার প্রিয় কোন ছবি কিংবা গল্প শেয়ার করুন আমাদের সাথে আর ভোটিং এর মাধ্যমে বিজয়ী হয়ে জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার!

নামঃ Afroza pervin

গল্পঃ কফি আমার জন্য ভালোলাগার অনুভূতি। মস্তিষ্কের অন্যরকম একটি শান্তি কাজ করে কফি খেলে। কফি বাহিরেও খেতে পছন্দ করি, বাসাতেও তৈরি করে খেতে পছন্দ করি। সবাই আমার হাতে কফি খেতে পছন্দ করে আর আমি সকল রেস্টুরেন্টে ভালো ভালো কফি বিভিন্ন ধরনের কফি খেতে পছন্দ করি।

Share