এক কাপ কফি সামনে রেখে বলা হয়ে যায় কত গল্প! প্রিয় কফি তে চুমুক দিতে দিতে তৈরি হয়ে যায় কতশত সুন্দর মুহুর্ত! আর সাথে প্রিয়জন বা বন্ধু থাকলে তো কথাই নেই! “বিশ্ব কফি দিবসে” কফির সাথে তৈরি হওয়া সুন্দর এ মুহুর্ত গুলোকে উদযাপনের লক্ষ্যে দ্য ডেইলি স্টার এবং ভিটাকেয়ার এর যৌথ আয়োজন “Snap & Sip”। কফি নিয়ে তোলা আপনার প্রিয় কোন ছবি কিংবা গল্প শেয়ার করুন আমাদের সাথে আর ভোটিং এর মাধ্যমে বিজয়ী হয়ে জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার!

নামঃ Md Sohel Rana

গল্পঃ বারান্দায় দাঁড়িয়ে দেখি রঙিন শহর রাতের আকাশ, আর এক কাপ কফি তখন সঙ্গী আমার, অলীক স্বপ্ন দেখি, একদিন তুমিও থাকবে আমার পাশে আজ যেমন স্মৃতি হয়ে আছো ভালোবাসার শহরে, রঙধনু খেলা করে, কফির ধোঁয়ার সাথে উড়ে বেড়ায় ইচ্ছে গুলো, জানালার পাশে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আমার কথা কি ভাবছো? কেনো এমনটা কল্পনা করি আমি নিজের অজান্তেই, তাঁরার মাঝে খুঁজি তোমায়, কফির পেয়ালা শেষ হয়ে যায়, তোমাকে নিয়ে ভাবোনা ফুরায় না।

Share