নামঃ Md Sohel Rana
গল্পঃ বারান্দায় দাঁড়িয়ে দেখি রঙিন শহর রাতের আকাশ, আর এক কাপ কফি তখন সঙ্গী আমার, অলীক স্বপ্ন দেখি, একদিন তুমিও থাকবে আমার পাশে আজ যেমন স্মৃতি হয়ে আছো ভালোবাসার শহরে, রঙধনু খেলা করে, কফির ধোঁয়ার সাথে উড়ে বেড়ায় ইচ্ছে গুলো, জানালার পাশে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আমার কথা কি ভাবছো? কেনো এমনটা কল্পনা করি আমি নিজের অজান্তেই, তাঁরার মাঝে খুঁজি তোমায়, কফির পেয়ালা শেষ হয়ে যায়, তোমাকে নিয়ে ভাবোনা ফুরায় না।