নামঃ জোয়াইরিয়া আশরাফ খান
গল্পঃ কফি আমার প্রতিদিনের সঙ্গী। এক কাপ কফি দিয়ে আমার দিনের শুরুটা হয়। সঙ্গী আমার ছোটবোন। যখনই কফি বানাই, ও এসে বলবে, "আমার জন্য ও বানাবা কিন্তু।" কফি খেতে আমি ও আমার ছোটবোন খুব পছন্দ করি। সেদিন কোন কারনে ওর মন খারাপ ছিলো, তাই ওর মন ভালো করতে একটা কফিশপে নিয়ে গেলাম। দুজন মিলে কফি খেলাম, গল্প করলাম। দেখলাম, ও খুব হাসি-খুশি। বললাম, "এখন মন ভালো হয়েছে, তোমার?" জবাবে বলে, "আমার হাসি দেখে বোঝো না?" ওর কথা শুনে আমিও হেসে দিলাম!??