নামঃ M Yeasin Arafath
গল্পঃ এক কাপ কফি। যেনো একটা শিহরণ জাগানিয়া গল্প। একটা ভালো লাগা। এক কাপ কফির চুমুকে হয়ে উঠে কত শত গল্প। যেই গল্পগুলো রচিত হয়, কত রোমাঞ্চ ভরা কল্পনায়। বন্ধু, প্রিয়জনেরর সাথে এক কাপ কফি- কতটা দুর্দান্ত সুন্দর মুহুর্ত সৃষ্টি হয়, তা বলার অপেক্ষা রাখে না। আজ খুব বৃষ্টি হচ্ছে। গরম ধোঁয়া ছড়ানো এক কাপ কফি আমাদের জন্য হবে, এক কাপ অমৃত! আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে গিয়েছি, চট্টগ্রাম শহরের খুলশি রিও কফি আউটলেটে। ক্যাপাসিনো কফির সাথে লাইটের আলোতে গরম হয়ে থাকা এক পিস ক্রয়সেন্ট। মিষ্টি ক্রয়সেন্ট আর এক কাপ কফি! আজ যেনো সুন্দর সুন্দর মুহুর্ত আমাদের ঢেকে দিচ্ছে! বাইরে বৃষ্টি আর ভেতরে আবছা আওয়াজে 'ব্রোকেন এঞ্জেল' গানটা বাজছে। কফি শপের বইয়ের সেলফ থেকে নিয়ে আসলাম- হুমায়ূন আহমেদের বই, 'আজ দুপুরে তোমার নিমন্ত্রণ'। মাঝেমাঝে খুলে বইটাও পড়ছি। মুহুর্তটা মিষ্টিতে মিষ্টিতে ভরে উঠছে। কফির কাপে চুমুক; আমাদের মুহূর্তগুলো আরও রঙিন করে দিচ্ছে। সাথে সবার উচ্ছল হাসি আর আনন্দ- আমাদের খুশিতে নতুন মাত্রা এনে দিয়েছে। সবমিলিয়ে দারুণ একটা সুন্দর সময় পার হলো, এই কফিকে ঘিরে। ভালো লাগায় কফি। মন খারাফেও কফি। মানে সবসময়ই কফি! কফি ছাড়া সুন্দর মুহুর্ত, সুন্দর গল্প কল্পনাতীত!