নামঃ Arif Hoque
গল্পঃ বৃষ্টির দিন। চারদিকে ঝমঝম বৃষ্টি। বাইরে বেরোনোর কোনো ইচ্ছা নেই। তাই ঘরে বসে গরম গরম কফি খাচ্ছিলাম। হঠাৎ মোবাইলে একটা কল আসে। কলটা আসে স্কুলের পুরানো বন্ধুর কাছ থেকে। "কিরে, কী করছিস?" "কোনো কাজ নেই। ঘরে বসে গরম কফি খাচ্ছি। তুই কী করছিস?" "আমিও ঘরে বসে আছি। বৃষ্টির দিনে বাইরে বেরোনোর কোনো ইচ্ছা নেই। চল, একসাথে কফি খাই।" "ঠিক আছে। আসছি তোর কাছে।" বন্ধুর কথামতো আমি তার বাসায় গেলাম। সে আমাকে তার বাসার ছাদে নিয়ে গেল। ছাদে বৃষ্টির ফোঁটাগুলো ঝমঝম করে পড়ছিল। আমরা ছাদে বসে গরম গরম কফি খাচ্ছিলাম। কফি খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা স্কুলের পুরনো দিনের কথা বলছিলাম। আমরা একসাথে কত মজার মজার দিন কাটিয়েছি। সেই সব স্মৃতি মনে করে আমরা দুজনেই হাসছিলাম। কফি শেষ হলে আমরা ছাদে বসে বৃষ্টি দেখতে লাগলাম। বৃষ্টির ফোঁটাগুলো আমাদের গায়ে পড়ছিল। আমরা সেই বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। কিন্তু আমাদের কোনো হুঁশ ছিল না। আমরা শুধু বৃষ্টি দেখছিলাম আর কথা বলছিলাম। বৃষ্টি থেমে গেলে আমরা ছাদে থেকে নেমে এলাম। আমরা দুজনেই খুব ভালো সময় কাটিয়েছিলাম। সেই দিনটা আমাদের দুজনের জন্যই একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। বন্ধুর সাথে কফি খাওয়ার পরের দিন আমি তাকে একটা চিঠি লিখলাম। চিঠিতে আমি লিখলাম, "বন্ধু, গতকালকের দিনটা আমার জন্য একটি স্মরণীয় দিন ছিল। সেই দিনটায় আমরা একসাথে বসে গরম গরম কফি খেলাম, স্কুলের পুরনো দিনের কথা বললাম আর বৃষ্টি দেখলাম। সেই সব মুহূর্তগুলো আমার মনের মধ্যে চিরকাল অমলিন হয়ে থাকবে।" বন্ধু আমার চিঠিটা পেয়ে খুব খুশি হয়েছিল। সে আমাকে একটা ফোন দিয়েছিল। সে আমাকে বলেছিল, "বন্ধু, আমিও গতকালকের দিনটা খুব ভালোভাবে উপভোগ করেছি। সেই দিনটায় আমাদের কথাগুলো মনে করে আমি আজও খুশি।" বন্ধুর সাথে কফি খাওয়ার সেই দিনটা আমার জীবনের একটি বিশেষ দিন। সেই দিনটায় আমি আমার বন্ধুকে আরও কাছ থেকে চিনতে পেরেছিলাম। সেই দিনটায় আমি বুঝতে পেরেছিলাম যে বন্ধুত্বের মূল্য কত।