এক কাপ কফি সামনে রেখে বলা হয়ে যায় কত গল্প! প্রিয় কফি তে চুমুক দিতে দিতে তৈরি হয়ে যায় কতশত সুন্দর মুহুর্ত! আর সাথে প্রিয়জন বা বন্ধু থাকলে তো কথাই নেই! “বিশ্ব কফি দিবসে” কফির সাথে তৈরি হওয়া সুন্দর এ মুহুর্ত গুলোকে উদযাপনের লক্ষ্যে দ্য ডেইলি স্টার এবং ভিটাকেয়ার এর যৌথ আয়োজন “Snap & Sip”। কফি নিয়ে তোলা আপনার প্রিয় কোন ছবি কিংবা গল্প শেয়ার করুন আমাদের সাথে আর ভোটিং এর মাধ্যমে বিজয়ী হয়ে জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার!

নামঃ Atid Turja

গল্পঃ আজ থেকে ৮ বছর আগের কথা। তখন সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার ডিপার্টমেন্টের সিনিয়র একজন আপুকে ভীষণই ভালো লেগে যায়। একে তো সিনিয়র তার ওপর যুক্ত ছিলো বড়োভাইদের শাসনের ভয়। কিভাবে কি করবো যখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না তখন মাথায় একটা আইডিয়া এলো। নতুন সেমিস্টারের বই সাথে থেকে কিনে দেওয়ার জন্য তাকে অনুরোধ করলাম। তিনি সদয়ও হলেন। পুরোটা বিকাল ঘুরে সব বই কিনে দুরুদুরু বুকে কফিশপে কফি খাওয়ার প্রস্তাব করলাম। তখন যে ভেতরে কেমন ঝড় বইছিলো সেটা শুধু আমার ঈশ্বর জানে। কতো রকমের কু ডাক! অবশেষে তিনি আবারও সদয় হলেন। মেনুকার্ড দেখে তাঁর পছন্দের ক্যাপাচিনো অর্ডার করা হলো। মফস্বলের ছেলে এমন কফির নাম জীবনে আগে কখনো শুনিনি, খাওয়া তো দূরের কথা! তারপর কফি এলো। মিল্ক ক্রিমি কফির উপরে চকলেটের প্রলেপ দিয়ে লাভ সাইন আঁকা। মনে হলো উত্তেজনায় হৃদপিণ্ডটা বিস্ফোরিত হবে! শুধু ভানছিলাম আমার মনের অবস্থাটা কি করে জানলো জনৈক কফিশপের মালিক! সেই থেকে শুরু... আজো আমরা কফি খাই প্রতি সপ্তাহান্তে হাতের উপর হাত রেখে। ?

Share