নামঃ Punam Islam
গল্পঃ কফি নিয়ে কি বলবো? আমি আর কফি তো একে অপরের আত্মার সাথে মিশ্রিত। কর্ম ব্যস্তময় জীবনের ব্রেক এর ফাঁকে ফাঁকে কফিই তো আমার সবচেয়ে প্রিয় সঙ্গী। শুরুটা হয় সকালে নাস্তার পরে নিজের হাতে বানানো কফি দিয়েই। ভার্সিটির টানা তিন ক্লাস শেষ করে ক্যাম্পাসের বেলাল মামার এক কাপ কফি না খেলে বন্ধুদের সাথে আড্ডা জমে না। এরপর শেষ বিকেলে আবার নিজের হাতে বানানো এক কাপ কফি নিয়ে ছাঁদের উপর বিকেলের সিন্ধতাকে উপভোগ করা। তিন কাপ কফিতে ৩ রকম অনুভূতি নিয়ে চলছে জীবন। আলহামদুলিল্লাহ