এক কাপ কফি সামনে রেখে বলা হয়ে যায় কত গল্প! প্রিয় কফি তে চুমুক দিতে দিতে তৈরি হয়ে যায় কতশত সুন্দর মুহুর্ত! আর সাথে প্রিয়জন বা বন্ধু থাকলে তো কথাই নেই! “বিশ্ব কফি দিবসে” কফির সাথে তৈরি হওয়া সুন্দর এ মুহুর্ত গুলোকে উদযাপনের লক্ষ্যে দ্য ডেইলি স্টার এবং ভিটাকেয়ার এর যৌথ আয়োজন “Snap & Sip”। কফি নিয়ে তোলা আপনার প্রিয় কোন ছবি কিংবা গল্প শেয়ার করুন আমাদের সাথে আর ভোটিং এর মাধ্যমে বিজয়ী হয়ে জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার!

নামঃ Punam Islam

গল্পঃ কফি নিয়ে কি বলবো? আমি আর কফি তো একে অপরের আত্মার সাথে মিশ্রিত। কর্ম ব্যস্তময় জীবনের ব্রেক এর ফাঁকে ফাঁকে কফিই তো আমার সবচেয়ে প্রিয় সঙ্গী। শুরুটা হয় সকালে নাস্তার পরে নিজের হাতে বানানো কফি দিয়েই। ভার্সিটির টানা তিন ক্লাস শেষ করে ক্যাম্পাসের বেলাল মামার এক কাপ কফি না খেলে বন্ধুদের সাথে আড্ডা জমে না। এরপর শেষ বিকেলে আবার নিজের হাতে বানানো এক কাপ কফি নিয়ে ছাঁদের উপর বিকেলের সিন্ধতাকে উপভোগ করা। তিন কাপ কফিতে ৩ রকম অনুভূতি নিয়ে চলছে জীবন। আলহামদুলিল্লাহ

Share