এক কাপ কফি সামনে রেখে বলা হয়ে যায় কত গল্প! প্রিয় কফি তে চুমুক দিতে দিতে তৈরি হয়ে যায় কতশত সুন্দর মুহুর্ত! আর সাথে প্রিয়জন বা বন্ধু থাকলে তো কথাই নেই! “বিশ্ব কফি দিবসে” কফির সাথে তৈরি হওয়া সুন্দর এ মুহুর্ত গুলোকে উদযাপনের লক্ষ্যে দ্য ডেইলি স্টার এবং ভিটাকেয়ার এর যৌথ আয়োজন “Snap & Sip”। কফি নিয়ে তোলা আপনার প্রিয় কোন ছবি কিংবা গল্প শেয়ার করুন আমাদের সাথে আর ভোটিং এর মাধ্যমে বিজয়ী হয়ে জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার!

নামঃ Nahin Nasrah Tanha

গল্পঃ ছোট্ট একটা পুতুলের মত মেয়ে।অনুভা।তার চক্লেট কোল্ড কফি নাকি ভীষণ প্রিয়।আমার কাছে বায়না ধরল চক্লেট কোল্ড কফি খাবে।তবে লাইটের আলোয় না,মোমের আলোয়।ক্যান্ডেল লাইট ডিনারে সে কোল্ড কফি খাবে।শুরু হল তোড়জোড়।মোমের আলোয় তার মুখটা এক টাকার কয়েনের মত চকচক রাখতে---খালি কোল্ড কফিতে কি পোষে?সাথে বানালাম কাপ কেক,ক্রিস্পি চিকেন উইংস,মঙ্গোলিয়ান বিফ,ফ্রাইড রাইস,পিজ্জা,হটডগ----আর সবার মাঝে ঠান্ডা ঠান্ডা চক্লেট কোল্ড কফি❤️❤️❤️আমাদের নিজেদের কফি খাওয়ার একটা আলাদা স্টাইল আছে।খাওয়ার আগে "চিয়ার্স" করে নেই।সে কি আনন্দ।এ ঘটনার পর কেটে গেছে বহুকাল।আগে,পরে কতদিন কোল্ড কফি বানিয়েছি,খেয়েছি।তবে সেই তারা ঝলমলে রাতের ঠান্ডা কোল্ড কফি স্মৃতি বইয়ের পাতার ভাজে লিখে লুকিয়ে রাখার মত।দেখুন,আমি বলছি,তারা ঝলমলে।তবে কফির গ্লাসে আলো ফেলেছিল কটা ছোট্ট ছোট্ট মোম,আকাশের তারা সব মেঘে ঢেকে আছে,,তবে আছে শুধু ভালোবাসা।সে ভালোবাসায় আধারের সকল আলোর ছটাই ঝলমলে।কফির প্রতিটা চুমুকই স্মৃতি।❤️‍?

Share