নামঃ Emon Anowar
গল্পঃ বৃষ্টির দিনে এক কাপ কফি টেবিলে নিয়ে আধোআধো অন্ধকারে বই পড়ার মজাই আলাদা।নিজেকে যেন মনে হয় বইয়ের ভেতরের কোন চরিত্র।কফি এসকল মুহূর্ত আরও চাঙ্গা করে তুলে । রোমাঞ্চকর করে তুলে , শরীর কে বুঝিয়ে দেয় নিজের অস্তিত, নিজেকে নিয়ে যায় বইয়ের সেই জগৎ এ ।এমন সময় এক কাপ নিজ হাতে বানানো কফি আমার চাই-ই চাই ।