এক কাপ কফি সামনে রেখে বলা হয়ে যায় কত গল্প! প্রিয় কফি তে চুমুক দিতে দিতে তৈরি হয়ে যায় কতশত সুন্দর মুহুর্ত! আর সাথে প্রিয়জন বা বন্ধু থাকলে তো কথাই নেই! “বিশ্ব কফি দিবসে” কফির সাথে তৈরি হওয়া সুন্দর এ মুহুর্ত গুলোকে উদযাপনের লক্ষ্যে দ্য ডেইলি স্টার এবং ভিটাকেয়ার এর যৌথ আয়োজন “Snap & Sip”। কফি নিয়ে তোলা আপনার প্রিয় কোন ছবি কিংবা গল্প শেয়ার করুন আমাদের সাথে আর ভোটিং এর মাধ্যমে বিজয়ী হয়ে জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার!

নামঃ Tania Siddiqua Lisa

গল্পঃ নিজেকে যখন একটু সময় দিতে ইচ্ছে করে এক মগ কফি নিয়ে মুভি দেখি,অথবা চলে যাই নিজের পছন্দের ক্যাফেতে। ক্যাফেতে ঢোকার সাথে সাথে ফ্রেশ কফিবিনের যে একটা সুগন্ধ,আহা।এক কাপ কফি চলে আসে। হালকা চুমুক দিতে দিতে আশেপাশের টেবিলে তাকিয়ে দেখা যায় আমার মতো কেউ একলা তার কফি উপভোগ করছে। কেউ জোড়ায়,কেউ বন্ধুদের সাথে। কেউ কথোপকথনে আনন্দ খুঁজে নিচ্ছে।

Share