এক কাপ কফি সামনে রেখে বলা হয়ে যায় কত গল্প! প্রিয় কফি তে চুমুক দিতে দিতে তৈরি হয়ে যায় কতশত সুন্দর মুহুর্ত! আর সাথে প্রিয়জন বা বন্ধু থাকলে তো কথাই নেই! “বিশ্ব কফি দিবসে” কফির সাথে তৈরি হওয়া সুন্দর এ মুহুর্ত গুলোকে উদযাপনের লক্ষ্যে দ্য ডেইলি স্টার এবং ভিটাকেয়ার এর যৌথ আয়োজন “Snap & Sip”। কফি নিয়ে তোলা আপনার প্রিয় কোন ছবি কিংবা গল্প শেয়ার করুন আমাদের সাথে আর ভোটিং এর মাধ্যমে বিজয়ী হয়ে জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার!

নামঃ Chaity

গল্পঃ কম বেশি সকলেই আমরা কফি খেতে পছন্দ করি। ব্যস্ত দিনের মাঝে, কফি এমন একটি পানীয় যা আমাদের সুখ ও আরাম প্রদান করে। এক কাপ কফি যা আমাদের মন ভালো করে দেয়। কফির গন্ধ আমাদের মন কে প্রশান্তি দেয়। বন্ধুদের আড্ডায় বা নিজের অবসর সময়ে এককাপ কফি হয়ে ওঠে আমার একমাত্র সঙ্গী। একবার একটা ট্যুরে,বাস জার্নিতে আমার খুব খারাপ লাগছিলো, তারপর বাস যখন স্টপেজ দেয় এককাপ কফি পান করে খুব ভালো লাগছিলো। সেই থেকে জার্নি করার সময় কফি ছাড়া আমার চলে না,কফি হলো আমার বন্ধু।

Share