নামঃ আমির হোসেন
গল্পঃ আমি পুরোদমে একজন কর্মপ্রেমী মানুষ। চাকরী ও ব্যবসা দুইটাই করি। একই সাথে ব্যবসা ও চাকরী দুইটাই সমান চালিয়ে নেয়ার জন্য সারাদিন অনেক ধকল সামাল দিতে হয়। সারাদিনের এই কর্মযোগ্যের ধকলকে কাটিয়ে উঠার জন্য দিনে অন্তত ৪/৫ বার কাপ কফি আমার অনেকটা নিয়ম করেই খেতে হয়। তাই কফি নিয়ে আলাদা করে বলার মতো কিছু নেই। তবে একটা কথা বলতেই হয় কর্মময় জীবন যেমন আনন্দময় তেমনি সেটা বিস্বাদময়ও বটে। তবে এই বিস্বাদময়তাকে কাটিয়ে উঠতে কাজের ফাঁকে কফি নামক খাদ্যটি পৃথিবী কোটি কোটি মানুষের হৃদয়ে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আমি তার অন্যতম উদাহরণ।