এক কাপ কফি সামনে রেখে বলা হয়ে যায় কত গল্প! প্রিয় কফি তে চুমুক দিতে দিতে তৈরি হয়ে যায় কতশত সুন্দর মুহুর্ত! আর সাথে প্রিয়জন বা বন্ধু থাকলে তো কথাই নেই! “বিশ্ব কফি দিবসে” কফির সাথে তৈরি হওয়া সুন্দর এ মুহুর্ত গুলোকে উদযাপনের লক্ষ্যে দ্য ডেইলি স্টার এবং ভিটাকেয়ার এর যৌথ আয়োজন “Snap & Sip”। কফি নিয়ে তোলা আপনার প্রিয় কোন ছবি কিংবা গল্প শেয়ার করুন আমাদের সাথে আর ভোটিং এর মাধ্যমে বিজয়ী হয়ে জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার!

নামঃ নাসরিন রিতু

গল্পঃ পৃথিবীতে সকল খাবারের মধ্যে কফি আমার কাছে অন্যতম গুরুত্ব রাখে। কেননা, কফির প্রতি আমার দুর্বলতা ছোট থেকেই। বাবা মা দুইজনই ছিলো চরম লেভেলের কফি পাগল মানুষ। আমাদের বাড়ির ছাঁদে চেয়ারে বসে আব্বু আম্মু দুইজন মিলে কফি খেতো আর গল্প করতো। যখন ক্লাস ৮/৯ উঠলাম তখন আমিও তাদের সাথে আড্ডায় জয়েন করতাম তখন আমি নিজেও একসময় কফির মায়ায় ডুবে যাই। বিয়ের পরে হাসবেন্ড কফি তেমন একটা পছন্দ না করলেও একটা সময় চায়ের বদলে তাকে কফির কাপ ধরিয়ে দিতাম এভাবে সেও এখন পুরাদমে একটা কফিখোর হয়ে গেছে। হাসবেন্ড বাসায় ফিরে ফ্রেশ হয়ে দুইজন বারান্দায় বসে নিয়ম করে কফি খাই আর সারাদিনের কাজ কর্মের হিসেব একে অপরকে দেই। সত্যি বলতে সারাদিনের সবচেয়ে মজার মুহুর্ত হলো দুইজন বসে একসাথে ১৫ মিনিটের জন্য বারান্দা কফির সাথে আড্ডা দেয়ার সময়টা। এভাবেই চলছে আমাদের দিন।

Share