এক কাপ কফি সামনে রেখে বলা হয়ে যায় কত গল্প! প্রিয় কফি তে চুমুক দিতে দিতে তৈরি হয়ে যায় কতশত সুন্দর মুহুর্ত! আর সাথে প্রিয়জন বা বন্ধু থাকলে তো কথাই নেই! “বিশ্ব কফি দিবসে” কফির সাথে তৈরি হওয়া সুন্দর এ মুহুর্ত গুলোকে উদযাপনের লক্ষ্যে দ্য ডেইলি স্টার এবং ভিটাকেয়ার এর যৌথ আয়োজন “Snap & Sip”। কফি নিয়ে তোলা আপনার প্রিয় কোন ছবি কিংবা গল্প শেয়ার করুন আমাদের সাথে আর ভোটিং এর মাধ্যমে বিজয়ী হয়ে জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার!

নামঃ Tahsina Naz Khan

গল্পঃ বান্দরবানের দার্জিলিং পাড়ায় সুন্দর এক শীতের সকাল। মনে অনেক উৎসাহ। কারণ সেদিন আমরা ট্রেকিং-এ যাব। যাওয়ার আগে যে দোকানে আমাদের সকালে নাশতা করার কথা সেটি খুলতে একটু দেরি হচ্ছে। তাই দোকানটির আশেপাশে ঘুরাঘুরি করতে করতে কাছাকাছি একটি দোকানে কফির সন্ধান পেলাম। প্রচন্ড শীতের সকালে ট্রেকিং টিমের সবাই মিলে আড্ডা দিতে দিতে গরম গরম কফি খাওয়ার যে অনুভূতি - তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভাললাগার এই কফিময় সকালটি আমার কাছে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে।

Share