নামঃ Tahsina Naz Khan
গল্পঃ বান্দরবানের দার্জিলিং পাড়ায় সুন্দর এক শীতের সকাল। মনে অনেক উৎসাহ। কারণ সেদিন আমরা ট্রেকিং-এ যাব। যাওয়ার আগে যে দোকানে আমাদের সকালে নাশতা করার কথা সেটি খুলতে একটু দেরি হচ্ছে। তাই দোকানটির আশেপাশে ঘুরাঘুরি করতে করতে কাছাকাছি একটি দোকানে কফির সন্ধান পেলাম। প্রচন্ড শীতের সকালে ট্রেকিং টিমের সবাই মিলে আড্ডা দিতে দিতে গরম গরম কফি খাওয়ার যে অনুভূতি - তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভাললাগার এই কফিময় সকালটি আমার কাছে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে।