নামঃ আহহাব আমীন
গল্পঃ সেদিন ছিলো পারিবারিক একটা অনুষ্ঠান সবাই সেখানে গিয়ে মজা করছিলো। আমারও বেশ ইচ্ছা ছিলো কিন্তু কাজের ব্যস্ততার কাছে হার মেনে কর্মস্থলেই থেকে যেতে হয়। কাজের ব্যস্ততা ও পরিবারের সবাই অতিমাত্রায় মিস করা যখন আমাকে দুর্বল করে দিচ্ছিলো তখনই নিজ হাতে এক কাপ ব্লাক কফি বানিয়ে চলে গেলাম জানালার পাশে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির সাথে গরম ধোয়া উঠা কফিটা এক কথায় অসাধারণ লাগছিলো। মনের ক্ষুধা নিবারণের জন্য সেদিন এই কাপ কফি টনিক হিসেবে কাজ করেছিলো।