নামঃ Afsa F. Wahid
গল্পঃ কফি এক ভালোলাগা,ভালোবাসা। হাজারো গল্পের সৃষ্টি হয় এক কাপ কফি সাথে। এক কাপ কফি নিয়ে একাই নির্জনতায় অনেক সময় কাটিয়ে দেয়া সম্ভব। আমি প্রতিদিন আমার বাসায় কফি তৈরি করি আর আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে কফি খাই আর দীর্ঘক্ষন গল্প করি খুব ভালো সময় কাটে আমাদের। রংপুর শহরের সকল ভালো কফি খুবই প্রিয় আমাদের। আমরা দুই স্বামী-স্ত্রী প্রায় সকল ধরনের কফি খেতে যাই আর অনেক আনন্দঘন মুহূর্ত পার করি। আমার বাড়িতেও সকল ধরনের কফি আছে নানান ধরনের কফির জার সংগ্রহ করতে খুবই ভালো লাগে। আমার শহরে সবচেয়ে সুন্দর কফির ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।