এক কাপ কফি সামনে রেখে বলা হয়ে যায় কত গল্প! প্রিয় কফি তে চুমুক দিতে দিতে তৈরি হয়ে যায় কতশত সুন্দর মুহুর্ত! আর সাথে প্রিয়জন বা বন্ধু থাকলে তো কথাই নেই! “বিশ্ব কফি দিবসে” কফির সাথে তৈরি হওয়া সুন্দর এ মুহুর্ত গুলোকে উদযাপনের লক্ষ্যে দ্য ডেইলি স্টার এবং ভিটাকেয়ার এর যৌথ আয়োজন “Snap & Sip”। কফি নিয়ে তোলা আপনার প্রিয় কোন ছবি কিংবা গল্প শেয়ার করুন আমাদের সাথে আর ভোটিং এর মাধ্যমে বিজয়ী হয়ে জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার!

নামঃ Afsa F. Wahid

গল্পঃ কফি এক ভালোলাগা,ভালোবাসা। হাজারো গল্পের সৃষ্টি হয় এক কাপ কফি সাথে। এক কাপ কফি নিয়ে একাই নির্জনতায় অনেক সময় কাটিয়ে দেয়া সম্ভব। আমি প্রতিদিন আমার বাসায় কফি তৈরি করি আর আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে কফি খাই আর দীর্ঘক্ষন গল্প করি খুব ভালো সময় কাটে আমাদের। রংপুর শহরের সকল ভালো কফি খুবই প্রিয় আমাদের। আমরা দুই স্বামী-স্ত্রী প্রায় সকল ধরনের কফি খেতে যাই আর অনেক আনন্দঘন মুহূর্ত পার করি। আমার বাড়িতেও সকল ধরনের কফি আছে নানান ধরনের কফির জার সংগ্রহ করতে খুবই ভালো লাগে। আমার শহরে সবচেয়ে সুন্দর কফির ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।

Share